৯ সেপ্টেম্বর, ২০২৩ ২১:০১

বরিশালে একদিনে ডেঙ্গুতে ৪ নারীর মৃত্যু, বেড়েছে হাসপাতালে ভর্তি সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে একদিনে ডেঙ্গুতে ৪ নারীর মৃত্যু, বেড়েছে হাসপাতালে ভর্তি সংখ্যা

বরিশাল বিভাগে একদিনে ডেঙ্গুতে ৪ জন নারী রোগীর মৃত্যু হয়েছে। এদিকে বরিশাল বিভাগে ডেঙ্গু রোগী আবারও বেড়েছে। সব শেষ আজকের হিসেব অনুযায়ী গতকাল শুক্রবার বরিশাল বিভাগে চিকিৎসাধীন ছিলো ১ হাজার ১শ’ ৫০ জন রোগী। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন ডেঙ্গু পরিসংখ্যানে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বরগুনার কহিনুর বেগম (৫৫) ও ভোলার আয়শা বেগম (৫০), পিরোজপুরের নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিকৎাধীন অবস্থায় বানারীপাড়ার লিপি বেগম (৪২) এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরগুনার অঞ্জলী রানীর (৫০) মৃত্যু হয়েছে। 

এ নিয়ে চলতি মৌসুমে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৫৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হল। 

এদিকে গতকালের হিসেব অনুযায়ী গত শুক্রবার বরিশাল বিভাগে চিকিৎসাধীন ছিলো ১ হাজার ১শ’ ৫০ জন রোগী। এর আগে বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিল ১ হাজার ৬৮ জন ডেঙ্গু রোগী। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর