কিশোরগঞ্জের তিন হাসপাতালে ৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, গত ২৪ ঘন্টায় জেলায় ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে ৫ জনকে।
চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬৫ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৬২৯ জন রোগীকে।
জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।
বিডি প্রতিদিন/এএম