২৫ জুন, ২০২২ ১২:৩৬

আলিবর্দী খানের পুরো শরীরে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও পদ্মা সেতুর পেইন্টিং

মাওয়া পয়েন্ট থেকে উবায়দুল্লাহ বাদল

আলিবর্দী খানের পুরো শরীরে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও পদ্মা সেতুর পেইন্টিং

আলিবর্দী খানের পুরো শরীরে পদ্মা সেতুর পেইন্টিং

৬ ঘণ্টা ধরে নিজের পুরো শরীরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পদ্মা সেতুর পেইন্টিং করিয়েছেন তিনি। এতে তার খরচ পড়েছে ৫ হাজার টাকা। টঙ্গী থেকে শনিবার সকালে দেড় হাজার টাকায় বাইক ভাড়া করে আসেন পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য পাগল এই যুবকের নাম আলিবর্দী খান (৩০)। তার বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিদ্যাধরপুর গ্রামে। বাবার নাম গুলজার হোসেন। আলিবর্দী টঙ্গী শিল্প এলাকার একটি বায়িং হাউজে কাজ করেন। 

মাওয়া বাজারে তার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। বাংলাদেশ প্রতিদিনকে আলিবর্দী খান বলেন, ‌‘আজকে আমার কাছে ঈদের দিন। শেখের বেটি আমাদের পদ্মা সেতু উপহার দিয়েছেন, এটা আমার জন্য অমূল্য দান।’ 

এতদিনের বঞ্চনার অবসান হলো বলে জানান এই মুজিবভক্ত। শুধু এখানেই নন, মুজিব কন্যা যেখানেই যান সেখানেই সুযোগ পেলে সারা শরীরে পেন্টিং করে উপস্থিত হয়ে তৃপ্তি পান তিনি।
 
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর