ময়মনসিংহের গফরগাঁওয়ে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের জননেতা আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়ামে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ প্রমুখ।
বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মেসার্স নিউ মোখলেছ ট্রেডার্সের সত্ত্বাধিকারী আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের এজিএম সেলস (ইস্ট জোন) মো. জিয়ারুল ইসলাম, সিমেন্ট সেক্টরের হেড অফ ব্র্যান্ড (এজিএম) সাইফুল ইসলাম রুবেল, কিং ব্র্যান্ড সিমেন্টের ঢাকা উইংয়ের এজিএম সেলস মোহাম্মদ আলী, গফরগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সানোয়ার হোসেন এবং আব্দুল্লাহ, বসুন্ধরা সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট বিভাগের প্রকৌশলী জুয়েল রানা, বসুন্ধরা সিমেন্টের ডিভিশনাল সেলস ইনচার্জ রাজু আহম্মেদ, এরিয়া সেলস ম্যানেজার মো. আব্দুল্লাহ, মেসার্স নিউ মোখলেছ ট্রেডার্সের পরিচালক মো. মোশারফ হোসেনসহ বসুন্ধরা সিমেন্টের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে দুই শতাধিক খুচরা বিক্রেতা, প্রকৌশলী, ঠিকাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের ২০ জন সেরা বিক্রেতার মধ্যে গয়েশপুর বাজারের মেসার্স স্বপন এন্টারপ্রাইজকে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল ও ভালুকার বিরুনীয়া এলাকার খান এন্টারপ্রাইজকে দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল দেওয়া হয়। এছাড়াও অন্য সেরা বিক্রেতাদের বিশেষ পুরষ্কার ও সকল খুচরা বিক্রেতাদের উপহার প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর