আইসিএবি’র প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আবদুর রউফ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে ছিলেন আইসিএবি’র প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি এন কে এ মবিন, ফৌজিয়া হক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শুভাশীষ বোস।
গভর্নরকে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার জন্য আইসিএবি-এর কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম (ডিভিএস) প্রবর্তন এবং সরকারের রাজস্ব ও আর্থিক প্রতিবেদন ব্যবস্থায় শৃঙ্খলা আনয়ন এবং স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনীতির উন্নয়নে গভর্নর আইসিএবির প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/এমআই