বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মোরশেদ খানের ব্যাখ্যা

বাংলাদেশ প্রতিদিনে গতকাল প্রকাশিত পীর হাবিবুর রহমানের কলামে বর্ণিত তথ্যাংশের প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। কলামে লেখা হয়েছিল, ’৯১ সালের পর মোরশেদ খানসহ অনেকে বেগম খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছিলেন, লেখাপড়ার জন্য আমেরিকায় পাঠিয়ে দিতে। কিন্তু তারেক রহমান রাজি হননি, বলেছেন দরকার হলে ঠিকাদারি করব তবুও রাজনীতি থেকে দূরে থাকব না। মোরশেদ খান প্রতিবাদলিপিতে বলেছেন, এ ধরনের পরামর্শ আমি কখনো দিইনি। কারণ ’৯১ সালে আমি বিএনপিতে ছিলাম না। ’৯৬ সালে আমি বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর