দেশের জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি নিঃসন্দেহে একটি গৌরবজনক ঘটনা। সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলছে বিশেষ অধিবেশন। শুক্রবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশনে দিয়েছেন স্মারক ভাষণ। যাতে সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে এসে গণতন্ত্র বিকাশে সবার সহযোগিতা চেয়েছেন। বলেছেন, রাজনীতি থেকে হিংসা-হানাহানি অবসানের মাধ্যমে একটি সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোকে বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্রচর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ ও বেগবান করবে-এটাই সবার প্রত্যাশা। গণতন্ত্রচর্চার প্রাণকেন্দ্র জাতীয় সংসদ। সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের সব বিভাগের জবাবদিহির ক্ষেত্রে আদর্শ স্থাপনের গুরুদায়িত্ব বর্তায় এ মহান সংসদের সদস্যদের ওপর। কেবল গণতান্ত্রিকভাবে নির্বাচিতরাই সংসদে জনগণের প্রতিনিধিত্ব এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। এ বিষয়ে সরকারি ও বিরোধী উভয় পক্ষের সংসদ সদস্যরা জাতির কাছে দায়বদ্ধ। সংসদীয় সরকার ব্যবস্থায় জাতীয় সংসদ সব ক্ষমতার কেন্দ্রবিন্দু। সংসদে সরকার সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সমর্থন ও মতামতের ওপর নির্ভরশীল। এ পরিপ্রেক্ষিতে সরকারের কার্যক্রম তদারকির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা ও কর্তৃত্বের ‘নিয়ন্ত্রণ ও ভারসাম্য’ প্রতিষ্ঠা সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি যখন চলছে, সে মাহিন্দ্র্যক্ষণে রাষ্ট্রপতির স্মারক বক্তব্য নিঃসন্দেহে দিকনির্দেশনামূলক। রাজনীতিকদের জন্যও তা শিক্ষণীয়। রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। কিন্তু সে মতপার্থক্য সংঘাতে রূপ নিলে অশুভ মহল তার সুযোগ নেয়। এ প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর উচিত হবে আলাপ-আলোচনার মাধ্যমে মতপার্থক্যের নিরসন ঘটানো। সংসদকে জনগণের সংসদে পরিণত করার লক্ষ্যে নির্বাচনে সবপক্ষের অংশগ্রহণও জরুরি। সংবিধানের অধীনে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে তা নির্ধারণে সরকার ও বিরোধী পক্ষের আলাপ-আলোচনাও সময়ের দাবি।
শিরোনাম
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
সংসদীয় রাজনীতি
আলাপ-আলোচনার বিকল্প নেই
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর