জাতীয় অর্থনীতি স্থিতিশীল রাখার অন্যতম প্রধান পূর্বশর্ত হচ্ছে শিল্পায়ন এবং নিরবচ্ছিন্ন শিল্পোৎপাদন। কর্মসংস্থান সৃষ্টিতেও এর বিকল্প নেই। সেজন্য চাই সমানতালে দেশিবিদেশি বিনিয়োগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ১১ মাসে নানা কারণে, নতুন দেশি বিনিয়োগ বস্তুত তলানিতে গিয়ে ঠেকেছে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যবসায়িক পরিবেশের অবনতি এবং উচ্চ সুদ ও করহারের কারণে সরাসরি বিদেশি বিনিয়োগ ক্রমেই কমছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, এ নেতিবাচক ধারা চলতে থাকলে শিল্পোৎপাদন, কর্মসংস্থান এবং সার্বিকভাবে জাতীয় অর্থনীতিতে মারাত্মক বিরূপ প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানিসংকট, অবকাঠামো উন্নয়নে স্থবিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিনিয়োগবান্ধব পরিবেশের ঘাটতি এবং অর্থনীতির নীতিগত অস্থিরতায় বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। সে কারণেই অন্তর্বর্তী সরকারের আন্তরিক প্রচেষ্টা ও উদাত্ত আহ্বানে অনেক বিদেশি বিনিয়োগের আশ্বাস পাওয়া গেলেও কার্যক্ষেত্রে তার প্রতিফলন এখনো সেভাবে দৃশ্যমান নয়। ফলে নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় বেকারত্ব বাড়ছে। যুবসমাজে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তার হুমকি তৈরি হচ্ছে। পরিবারগুলোতে সংক্রমিত হচ্ছে অনিশ্চয়তার হতাশা। এ কঠিন বাস্তবতা জাতির জন্য দুশ্চিন্তার। অবিলম্বে এ থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। তার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, কর ও সুদহার যৌক্তিক মাত্রায় নির্ধারণ, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করে গতিশীলভাবে শিল্পোৎপাদনের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠোমা উন্নয়ন এবং নীতিসহায়ক ব্যবস্থার সংস্কার প্রয়োজন। বিদেশি বিনিয়োগ যে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি। বিভিন্ন দেশের আগ্রহী বড় বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগ বাস্তবায়নে প্রয়োজনীয় সব গঠনমূলক পদক্ষেপ এখন সময়ের জরুরি দাবি। উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনীতির প্রবৃদ্ধির স্বার্থে সরকার নিশ্চয় সে পথেই হাঁটবে।
শিরোনাম
- বাংলাদেশ প্রতিদিনের আহত সাংবাদিক দুর্জয়ের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকসু নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
- হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা
- চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
- ছেলের সঙ্গে মারামারি গড়াল ডিএনএ পরীক্ষায়, জানলেন সন্তানদের বাবা নন তিনি
- সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার
- নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি
- মানুষের মতো স্বাদ নেয় ও মনে রাখে কৃত্রিম জিভ, তাক লাগালেন চীনা বিজ্ঞানীরা
- ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা
- মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ আটক ৫
- সালমানের ব্যাটে ৬ বলে ৬ ছক্কা, ১২ বলে ১১: শেষ ২ ওভারে উঠল ৭১ রান
- চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
- ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতা
- ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন
- নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
- সেলফির নেশায় মৃত্যু: ভারত ও যুক্তরাষ্ট্র শীর্ষে
- উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, মাঝ-আকাশে বিমানে আতঙ্ক
- আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে
- ৯৯ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল এশিয়া
- ফোরজিতে ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ