নন্দিত ও গুণী অভিনেত্রী মুনিরা মিঠু। নান্দনিক অভিনয় ও শৈল্পিকগুণে প্রশংসিত হয়েছেন বহুবার। চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও চরিত্র পছন্দ না হওয়ায় ফিরিয়ে দিয়েছেন প্রতিবার। অপেক্ষা করছিলেন ভালো কিছুর জন্য। এবার যেন সেই অপেক্ষার পালা শেষ হলো। প্রায় দুবছর পর কলকাতার জয়দেব মুখার্জির পরিচালনায় যৌথ প্রযোজনার ছবি ‘ভাইজান এলো রে’তে তাকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। তিনি হাজির হবেন ঢাকাই কিং শাকিব খানের দিদি হিসেবে। যিনি কিনা জমিদার পরিবারের একজন সাজুনে পরিপাটি ব্যস্ত নারী। সব সময় জমিদার পরিবারের মধ্যে হুলস্থূল বাঁধিয়ে দেওয়া তার স্বভাব। সামনে খাবারের বিশাল সম্ভার নিয়ে বসে সবার সঙ্গে খবরদারি করে। নতুন ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘কালই উড়াল দেব কলকাতার উদ্দেশে। একদিন শুটিং করে ফিরে এসেই ঢাকায় জমে থাকা কাজগুলো করব। এরপর আবার ১০ তারিখ গিয়ে ১২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত টানা শুটিং করব। গত বছর এস কে মুভিজ থেকে অফার এসেছিল। কিন্তু ব্যস্ততার কারণে তখন করা হয়নি। এখন ডেট মিলিয়ে তবেই কাজ করছি।’