শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হাওয়ার শুটিং শেষে ঢাকা ফিরেছেন চঞ্চল চৌধুরী

শোবিজ প্রতিবেদক

হাওয়ার শুটিং শেষে ঢাকা ফিরেছেন চঞ্চল চৌধুরী

‘মনপুরা’, ‘আয়নাবাজি’ এবং ‘দেবী’র মতো আলোচিত ব্যবসাসফল চলচ্চিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরীর পরবর্তী চলচ্চিত্র ‘হাওয়া’।  ছবিটি নিয়ে তিনি বলেন, ‘অভিনয়জীবনে এই প্রথম একটানা ৪০ দিন ধরে বাসা ছেড়ে, প্রিয়জন ছেড়ে, ঢাকা ছেড়ে দূর দ্বীপ সেন্ট মার্টিনে কাটিয়ে প্রিয় শহরে ফিরলাম। আহা, কী যে শান্তি!’ এই ছবির গল্প নিয়ে তিনি বলেন, এরকম গল্প নিয়ে এর আগে, এ দেশে আর কোনো সিনেমা নির্মাণ হয়নি। হয়তো কেউ সাহসও করেনি। আমাদের চ্যালেঞ্জটা ছিল সেখানেই। ‘হাওয়া’ টিমের প্রত্যেকেই অমানুষিক পরিশ্রম করেছেন, যা বলে বোঝানো যাবে না। এছাড়া ‘মনের মানুষ’, ‘টেলিভিশন’, ‘রূপকথার গল্প’ চলচ্চিত্রে তার অভিনয় প্রশংসিত হয়। কিছুদিন করেছেন গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় চলচ্চিত্র ‘পাপ-পুণ্য’র কাজ। কক্সবাজার ও সেন্ট মার্টিন এলাকা ঘিরে শুটিং হয়েছিল ‘হাওয়া’র। মেজবাউর রহমান সুমন বলেছেন, এটা সমুদ্রতীরবর্তী মানুষের গল্প নয়। একেবারে সমুদ্রের জলের সঙ্গে মিশে যাওয়া জেলেদের গল্প। জলের গল্প। মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি। গভীর সমুদ্রে ১০ থেকে ১৫ দিনের জন্য মাছ ধরতে যান জেলেরা। সেখানকার অভিজ্ঞতা এটি। আমাদের এই অঞ্চলে জলকেন্দ্রিক যে মিথ আছে, তার একটা আধুনিক উপস্থাপনা বলতে পারেন।

 

 

সর্বশেষ খবর