শিরোনাম
বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

নাটক স্বাদে আহ্লাদে

শোবিজ প্রতিবেদক

নাটক স্বাদে আহ্লাদে

সঞ্চিতা খুব ভালো রান্না করতে পারে। বেশ সাংসারিক গোছের মেয়ে। চাকরির ভাইভা দিতে দিতে সে বেশ ক্লান্ত, তারপরও সে প্রতিনিয়ত ভাইভা দিয়ে যাচ্ছে, কারণ এই বয়সে এসে তার  মা চাকরি করুক সে তা চায় না। সঞ্চিতার একমাত্র ছোটবোন অনন্যা খুব আধুনিক, ছন্নছাড়া ও ভোজনরসিক। সঞ্চিতার হাতের যে কোনো রান্না তার কাছে অমৃত। একদিন ছোটবোনের অনুপ্রেরণায় সঞ্চিতা ‘স্বাদে-আহ্লাদে’ নামে একটি হোম ডেলিভারি অনলাইন বিজনেস শুরু করে। সঞ্চিতা শুরুতে বিভিন্ন ধরনের সমস্যার মোকাবিলা করে তার ব্যবসা দাঁড় করায়। ব্যবসায়ের কারণে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয় সঞ্চিতার। সেভাবেই একদিন তার ধ্রুবর সঙ্গে পরিচয়; তারপর ভালোবাসা এবং বিয়ে। এভাবে গল্প এগিয়ে যায় ‘স্বাদে-আহ্লাদে’ নাটকের।  সুব্রত সঞ্জীবের গল্প ও পরিচালনায় নাটকটি রচনা করেছেন যারযিস আহমেদ। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, এফ এস নাঈম, খায়রুল আলম, পাপিয়া জেসমিন, সুলাইমা জান্নাত শিফা, মনির জামান, সজীব প্রমুখ। নাটকটির চিত্রগ্রহণ করেছেন মীর হান্নান, সহযোগী পরিচালক যারিন অদিতি, প্রধান সহকারী পরিচালক শাহজাদা কবির শুভ। সাগর রানার প্রযোজনায় এই ঈদে মাছরাঙা টেলিভিশনে নাটকটি প্রচার হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর