সোমবার, ৩১ মে, ২০২১ ০০:০০ টা
হৃদির নির্মাণে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র

১৯৭১ সেইসব দিন

শোবিজ প্রতিবেদক

১৯৭১ সেইসব দিন

মহান মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন অভিনেত্রী-নির্দেশক হৃদি হক। এটি অবশ্য পুরনো খবর! নাম ‘১৯৭১ সেইসব দিন’। সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। মূল গল্প ভাবনায় ড. ইনামুল হক। নির্মাতা হৃদির সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, ছবির ৭০ শতাংশ শুটিং শেষ। আর দুটি লট ও প্যাচওয়ার্ক বাকি রয়েছে। বাকি শুটিং হবে ঢাকা ও ঢাকার বাইরে আগামী মাসের শেষের দিকে। এদিকে প্রথমদিকে ছবিতে কিছু অভিনয়শিল্পী কাজ করলেও তাঁরা অনেকেই এখন নেই। নতুন করে শুটিং করছেন নির্মাতা হৃদি হক। কেন এই কাস্টিং পরিবর্তন? হৃদি হকের সোজাসাপ্টা জবাব, ‘মহান মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম কাজ করতে চেয়েছি, কিছু কারণে সেই কাজের গভীরতা ও আদর্শগত জায়গায় গ্যাপ তৈরি হয়েছে। তাই এই পরিবর্তন।’ এদিকে ছবিটির শুটিং বহর এখন তারকা ঠাসা। কে নেই! অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুনুর রশীদ, আতাউর রহমান, গ্রীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, লিটু আনাম, হৃদি হক, ফেরদৌস, তারিন জাহান, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি, আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা, মৌসুমী হামিদ, ফারহানা হামিদ, জুয়েল জহুর, আইরিন পারভীন লোপা, শেলী আহসান, জয়িতা মহলানবিশসহ প্রচুর তারকামুখ। ওয়েদার ভেরিয়েশন, সেট, প্রপস ও সে সময়কার ঢাকার গল্পকে ফুটিয়ে তোলার জন্য প্রথম দুই লটের শুটিং ঠাকুরগাঁওয়ে করা হয়েছে। মিউজিক করছেন দেবজ্যোতি মিশ্র। সিনেমাটোগ্রাফিতে ফরহাদ হোসেন, এডিটর কামরুজ্জামান রনি ও শিল্প নির্দেশনায়  রয়েছেন লিটু আনাম।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর