বিশেষ দিবসের বিশেষ নাটক ছাড়াও নতুন নতুন সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী ফারজানা ছবি। সম্প্রতি তিনি অভিনয় করছেন বিজয় দিবসের বিশেষ একটি নাটকে। ‘উত্তোলিত তর্জনী’ শিরোনামের নাটকটি রচনা করেছেন আল মনসুর। আর এটি পরিচালনা করেছেন লুৎফর রহমান রবিন। এ প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘আমার চরিত্রের নাম ফ্লোরিডা রোজারিও। আর্মি ক্যাম্পে পাকিস্তানি মিলিটারিদের কাছে বন্দী থেকে নির্যাতিত হয় ফ্লোরিডা। তারপর দুজন মিলিটারিকে মেরে পালায় ক্যাম্প থেকে। শুরু হয় তার যুদ্ধযাত্রা। এই যাত্রায় তার সঙ্গী হয় আরও কজন যোদ্ধা। যুদ্ধের এই নিঃসীম অন্ধকার পথ পাড়ি দিয়ে বিজয়ের এক ভোরে তারা স্বাধীন দেশে উড়ায় স্বাধীনতার পতাকা। আশা করছি নাকটি ভালো লাগবে।’ নাকটি প্রচার হবে আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে।