বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

নৈঃশব্দে ’৭১ এর মঞ্চায়ন

শোবিজ প্রতিবেদক

সম্প্রতি ঢাকা থিয়েটারের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘নৈঃশব্দে ’৭১’ শীর্ষক নাটকের মঞ্চায়ন করেছে ব্রিটিশ কাউন্সিল। বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭০ বর্ষপূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই নাটক মঞ্চস্থ করা হয়। নাটকটি পরিচালনা করেন সিঙ্গাপুরের গ্লাসগো-ভিত্তিক মঞ্চ নাটক নির্মাতা রামেশ মেয়্যাপ্পান। তিনি একই সঙ্গে ভিজ্যুয়াল ও ফিজিক্যাল থিয়েটার স্টাইল সামঞ্জস্য করার মাধ্যমে ব্যতিক্রমী পারফরমেন্স উপস্থাপন করেন। এই ৩০ মিনিটের পারফরমেন্সে অংশ নেন দেশের আটটি বিভাগীয় শহরের ১৫ জন বিশেষভাবে সক্ষম শিল্পী। তাঁরা অভিনয়ের বিভিন্ন রকম পদ্ধতি অনুসরণের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরেন। বাংলাদেশ যুদ্ধের আগে কেমন ছিল, কীভাবে যুদ্ধ শুরু এবং যুদ্ধের পরিণতির গল্প তুলে ধরার মাধ্যমে নাটকে  দেশের জন্ম-ইতিহাস মঞ্চায়িত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর