অভিনেত্রী রোকেয়া প্রাচী বলেন, আমি ভীষণ সৌভাগ্যবতী শিল্পী। ‘দুখাই’র মতো প্রশংসিত একটি সিনেমায় অভিনয় করেছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। সিনেমার সুন্দর সময়ে আমি ভালো ভালো চলচ্চিত্রে অভিনয় করেছি। বিরতির পর আবার যখন সিনেমায় ভালো দিন ফিরেছে, এই সময়ও অভিনয় করছি। আমার অভিনীত ‘মাটির ময়না’ অস্কারে গেছে, নানা দেশে প্রশংসিত হয়েছে। আমার অভিনীত ‘স্বপ্নডানায়’ সিনেমাটিও নানা দেশের চলচ্চিত্র উৎসবে গেছে এবং প্রশংসা অর্জন করেছে। শিল্পী জীবনের সবই প্রাপ্তি। বাংলাদেশি শিল্পী হিসেবে প্রাপ্তি অনেক। রোকেয়া প্রাচী বলেন, চরিত্র ছোট না বড়, তা বিষয় নয়। চরিত্রটির গুরুত্ব কতটুকু, সেটিই বড় বিষয়। আমি অপেক্ষায় আছি ভালো চরিত্রের, ভালো কাজের। অনেক বেশি কাজ করতে হবে তা নয়।