মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
মুক্তির ৫০ বছর

স্বাধীন দেশের প্রথম অ্যাকশন ছবি

আলাউদ্দীন মাজিদ

স্বাধীন দেশের প্রথম অ্যাকশন ছবি

এখন থেকে প্রায় ৫০ বছর আগে অ্যাকশন নির্ভর গল্প নিয়ে ছবি নির্মাণ হয় সদ্য স্বাধীন বাংলাদেশে। ছবির নাম ‘রংবাজ’। ছবিটি পাল্টে দিল বাংলদেশি ছবির ট্রেন্ড। ১৯৭৩ সাল। নায়করাজ রাজ্জাক সিদ্ধান্ত নিলেন ছবি প্রযোজনা করবেন। তিনি চিন্তা করলেন তখন পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের দর্শকরা যা থেকে বঞ্ছিত সেটা থেকে তিনি তাদের মুক্তি দিবেন। বাংলা চলচ্চিত্রের তখন সামাজিক, রোমান্টিক, ফোক ফ্যান্টাসির জয় জয়কার। সব ছবিতেই দর্শক জমজমাট কাহিনি, হৃদয়ছোঁয়া কথা ও সুরের গান, মনে দাগ ফেলা অভিনয়, সুনিপুণ শিল্পসম্মত পরিচালনা- সব পাচ্ছে তবুও কি যেন নেই মনে হয়। ঠিক, তখনো কোন ছবিতে অ্যাকশন দৃশ্য নেই বা অ্যাকশন দৃশ্য করানোর মতো ঝুঁকি কেউ নেয়নি। রাজ্জাক ছুটে গেলেন অভিনেতা ও পরিচালক প্রয়াত জহিরুল হকের কাছে। যিনি সেই সময় পরিচালনায় মাত্র তরুণ। দুজনে মিলে ঠিক করলেন তারা একটি সামাজিক অ্যাকশন ছবি নির্মাণ করবেন। যার প্রযোজক হবেন রাজ্জাক এবং পরিচালক হবেন জহিরুল হক। শুরু হলো অভিনেতা রাজ্জাকের প্রযোজকের খাতায় নাম লিখানোর পালা। তিনি প্রতিষ্ঠানের নাম দিলেন রাজ্জাকের ‘রাজ’ আর তার স্ত্রীর নাম ‘লক্ষ্মী’ দিয়ে যার নাম হলো ‘রাজলক্ষ্মী প্রোডাকশন’। এভাবেই শুরু হলো রাজলক্ষ্মী প্রোডাকশনের প্রথম ছবির নির্মাণকাজ। ছবির নাম দিলেন ‘রংবাজ’। এই ‘রংবাজ’ ছবিটি ইতিহাসে ঠাঁই করে নেয় বাংলাদেশের প্রথম অ্যাকশনধর্মী ছবি হিসেবে। তাই ‘রংবাজ’ ছবিটি শুধুই একটি ব্যবসাসফল ছবির নাম নয়, ‘রংবাজ’ হলো বাংলা চলচ্চিত্রের একটি সফল ধারার নামও বটে। ছবিতে অভিনয় করেছিলেন রাজ্জাক, কবরী, রোজী, আনোয়ার হোসেন, হাসমত, বাবর। দুঃখজনক হলেও সত্যি এদের কেউই আজ বেঁচে নেই। এমনকি পরিচালক জহিরুল হকও প্রয়াত। রংবাজ ছবির সংগীত পরিচালনা করেন আনোয়ার পারভেজ। যার মাঝে ‘হৈ হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলা রে’ এবং ‘সে যে কেন এলো না কিছু ভালো লাগে না’ গান দুটি তুমুল শ্রোতাপ্রিয় পায়। যা আজও রয়ে গেছে দর্শক-শ্রোতাদের মনের গভীরে। ‘রংবাজ’ ছবির হাত ধরেই বাংলা চলচ্চিত্র সামাজিক অ্যাকশন ধারার এক নতুন যুগে প্রবেশ করে। ১৯৭৩ সালের ১৬ জানুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি। এটি বাংলাদেশের প্রথম অ্যাকশনধর্মী সিনেমা। ‘রংবাজ’ সিনেমা দিয়ে প্রথম পূর্ণাঙ্গ অ্যাকশন দৃশ্যের পরিচালক হিসেবে নায়ক জসীমের অভিষেক হয়েছিল। নায়করাজ রাজ্জাক প্রযোজিত প্রথম সিনেমার নাম ‘রংবাজ’।

সর্বশেষ খবর