ঈদ আয়োজনে বৈশাখী টিভির জন্য ঈদে চারটি নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এরমধ্যে দর্শকপ্রিয় মুখ রাশেদ সীমান্ত নির্মাতা আল হাজেনের পরিচালনায় অহনার সঙ্গে করেছেন ‘জামাই বাজার-৩’ এবং তানজিকা আমিনের সঙ্গে ‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক। নাটক দুটি ঈদের সাত দিন বৈশাখী টিভিতে প্রচার হবে যথাক্রমে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ও রাত ১০টায়। অন্যদিকে টিপু আলম মিলনের গল্পে রাশেদ সীমান্ত, তানজিকা ও মৌসুমী হামিদ অভিনীত একক নাটক ‘কন্টাক্ট ম্যারিজ’ও পরিচালনা করেছেন আল হাজেন। এটি বৈশাখীতে প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে। সীমান্তের দুটি নাটকের শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। এদিকে ঈদের দিন দুপুর ২টায় গোল্লাছুট চ্যানেলে রাশেদ সীমান্তের ‘ডিভোর্স কমিটি’ অবমুক্ত হবে।