বুধবার, ২৪ মে, ২০২৩ ০০:০০ টা

রান্নায় অদক্ষ প্রিয়াঙ্কা

 শোবিজ ডেস্ক

রান্নায় অদক্ষ প্রিয়াঙ্কা

সৌন্দর্যে জয় করেছিলেন বিশ্ব। হয়েছিলেন ‘মিস ওয়ার্ল্ড’। এরপর অভিনয়ে প্রথমে বলিউড, অতঃপর হলিউড জয় করলেন। এখন তাঁর খ্যাতি বিশ্বজুড়ে। তিনি প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের বাইরে তিনি সামাজিক-সেবামূলক কাজেও সময় দেন। এ ছাড়া স্ত্রী এবং মা হিসেবেও পালন করছেন দায়িত্ব। তবে রান্নায় একেবারেই দক্ষ নন প্রিয়াঙ্কা। খেতে ভালোবাসলেও সেই খাবার বানাতে সিদ্ধহস্ত নন তিনি। কারণ বাবার উৎসাহে তিনি রান্না শেখেননি। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই জানালেন দেশি গার্ল। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সব ধরনের খাবার খেতে পছন্দ করি। কিন্তু তা তৈরি করতে মোটেও দক্ষ নই। রান্না শিল্প আমাকে স্যুট করে না। সে জন্য এটাকে দূরেই রাখি।’ উপমহাদেশের নারীরা ছোটবেলা  থেকেই পারিবারিক ও সামাজিক নিয়মে রান্না শেখেন।

 

সর্বশেষ খবর