মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

তরুণ মুন্সীর ‘বেদনার কান্না’

শোবিজ প্রতিবেদক

তরুণ মুন্সীর ‘বেদনার কান্না’

‘তুমি আকাশের বুকে বিশালতার উপমা’ এই একটি গান দিয়েই তরুণ মুন্সীকে খুব সহজেই চেনা যায়। তরুণ মুন্সীর লেখা গানটি গেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ। আজ থেকে প্রায় তিন দশক আগে এই গান সারা দেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু এই গানের পর থেমে নেই তরুণ মুন্সী। জীবনের বাঁকে এসেছে নানা পরিবর্তন। নিজেই ২০১৪ সালে এসে গড়ে তোলেন ‘তরুণ ব্যান্ড’। নিজের গানগুলো নিজের ইউটিউব চ্যানেল ‘তরুণ মুন্সী’তেই প্রকাশ করছেন। সম্প্রতি গোলাম মোর্শেদের কথায় তরুণ মুন্সী গেয়েছেন, ‘বেদনার কান্না’। যার সুর ও সংগীত তরুণ মুন্সীরই করা। গান জানালা থেকে ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও বানানো হয়েছে। ১২ সেপ্টেম্বর এটি গান জানালা থেকে অবমুক্ত হবে।  তরুণ মুন্সী বলেন, ‘গানে আমার অনুপ্রেরণা ছিলেন শ্রদ্ধেয় আজম খান ও শ্রদ্ধেয় লাকি আখন্দ। তাঁরা দুজন আমার সংগীতের ভাবনায় বা অনুপ্রেরণার এক অন্যরকম উচ্চতায় অবস্থান করছেন।

 

সর্বশেষ খবর