নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। দীর্ঘদিন পর গুণী এই শিল্পীর কণ্ঠে আসছে নতুন একটি দ্বৈত গান। এই গানের শিরোনাম ‘প্রত্যাবর্তন’। তালহা বিন পারভেজের কথায় গানটি সুর করেছেন সান শাহ। গানটিতে ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠও দিয়েছেন তরুণশিল্পী সান শাহ্। মিউজিক করেছেন তুহিন আহমেদ ও আল-আমিন। ইতোমধ্যে এর মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন তালহা বিন পারভেজ। এ সম্পর্কে ফাহমিদা নবী বলেন, ‘খুবই সুন্দর একটি গান হয়েছে। আমি প্রায় ৬ মাস পর কোনো দ্বৈত গানে কণ্ঠ দিলাম। ছেলেটি আমাকে ভেবেই গানটি তৈরি করেছে। ওর মধ্যে একটা চেষ্টা আছে। আমার বিশ্বাস শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। শিগগিরই গানটি প্রকাশ পাওয়ার কথা আছে।’ ফাহমিদা নবী গত আগস্টে দীর্ঘদিন পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন। ৩০ অক্টোবর আবারও আমেরিকায় যাবেন ফাহমিদা নবী। সেখানে ২ নভেম্বর একটি কনসার্টে অংশ নেবেন এই শিল্পী। ফাহমিদা নবী বলেন, ‘আশা করি দারুণ একটি অনুষ্ঠান উপহার দিতে পারব দর্শকদের। সেখানে এক মাস থাকব।’