সুবর্ণা মুস্তাফাকে অপি করিম প্রশ্ন করেছিলেন- ‘আচ্ছা, হুমায়ুন ফরীদির সঙ্গে আপনি বাইশ বছর তাঁর সহধর্মিণী ছিলেন। হঠাৎ কী হয়েছিল যে, আপনারা আলাদা হয়ে গেলেন?’ সুবর্ণা মুস্তাফা ছোট্ট করে উত্তর দিয়েছিলেন- ‘বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল!’ তারপর আস্তে করে বলেছিলেন- ‘হুমায়ুন ফরীদি যেহেতু আমাদের মাঝে আর নেই, কাজেই আমি আর বলতে চাই না এর চেয়ে বেশি কিছু। কারণ যদি আমি বলি তাহলে ওর কথা বলার জায়গাটা নেই!’ এর থেকেই সবার বোঝার বিষয় হচ্ছে, নিজের প্রাক্তনকেও কীভাবে সম্মান করতে হয়! এই সম্মানটা আসে কীভাবে জানেন?
-বন্ধুত্ব থেকে!