নন্দিত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী-পরিচালক প্রিন্স মাহমুদ। ক্যারিয়ারে অ্যালবামের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও সংগীত পরিচালনা করেছেন। এবার ঈদের ‘জংলি’ সিনেমার সব গানের সংগীত পরিচালনা করেছেন তিনি। সম্প্রতি জংলি সিনেমার সর্বশেষ গান ‘মায়াপাখি’ প্রকাশ পেয়েছে, যেটি প্রিন্স মাহমুদের সুরে গেয়েছেন বর্তমান সময়ের শিল্পী মাহতিম সাকিব। এ গান প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, ‘বুকের কোথায় তোকে রাখি বল না, মায়াপাখিটা আমার বল বল না-এ গানটি সব বাবা-মায়ের মায়াপাখিদের জন্য।’ মাহতিম বলেন, ‘গানের ভুবনে যারা আমার ভীষণ প্রিয়, প্রিন্স মাহমুদ ভাই তাদের একজন। তার লেখা ও সুরের ধরন অনেকের চেয়ে আলাদা, যা সহজেই হৃদয় স্পর্শ করে। তার সুরে প্লেব্যাকের সুযোগ হলো এবার। আশা করছি, ‘মায়াপাখি’ গানটিও হৃদয় স্পর্শ করবে।’