‘পাওয়ার ভয়েস’-খ্যাত কণ্ঠশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া। নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। বছরজুড়ে ব্যস্ত রয়েছেন স্টেজ পারফরম্যান্সে। নিজের ইউটিউব চ্যানেলেও প্রকাশ করছেন গান। সম্প্রতি কানাডা ঘুরে এসেছেন, শো করেছেন। নতুন কিছু গানও আসছে সামনে। সেসব নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন - পান্থ আফজাল
‘তুমি ছাড়া নেই আলো’...
এটা বেলাল খানের সঙ্গে আমার করা নতুন গান। চন্দন রায় চৌধুরীর পরিচালনা ও সিনেমাটোগ্রাফিতে কক্সবাজারের মনোরম লোকেশনে এই সুন্দর রোমান্টিক গানটির ভিডিও শুটিং করেছি। গানের পাশাপাশি এটিতে আমরা দুজনেই মডেল হিসেবে ছিলাম। সম্ভবত ১ মে রিলিজ হবে বেলাল খানের ইউটিউব চ্যানেলে। আসলে এভাবে এর আগে কখনো করা হয়নি। ঈদের গানের অডিও করেছি; কিন্তু এই গানটি ফুল ভিডিও আকারে করা। সবার ভালো লাগবে।
বেলাল খানের সঙ্গে আগেও কি কাজ করেছেন?
করেছি, সেটাও অনেক আগে। পাওয়ার ভয়েস থেকে বের হওয়ার পর অনেক শিল্পীকে নিয়ে অ্যালবাম বের হয়। তখন তার টিউনে একটি গান করেছিলাম।
সম্প্রতি কানাডায় গিয়েছিলেন বৈশাখী অনুষ্ঠানে, কেমন ছিল সব?
অনেক ভালো ছিল। কানাডার টরন্টোতে ১৮ তারিখে বৈশাখী প্রোগ্রাম ছিল, যাতে আমন্ত্রিত হয়ে আমি আর ডি রকস্টার শুভ গিয়েছি। ইনডোর টিকিট শো ছিল। মেলার আয়োজনও ছিল। লাল, সবুজ, হলুদ মিলে একাকার ছিল। স্টেজটাও সেভাবে সাজানো হয়। গানের তালে তালে সেখানকার বাঙালিদের কি যে উচ্ছ্বাস- বলে বোঝানো যাবে না।
নতুন গানের খবর?
বেশ কিছু গান করেছি, এক এক করে আসবে। বেলাল ভাইয়ের সঙ্গে করেছি একটি মিউজিক ভিডিও। এটি অবশ্য আমার ইউটিউব চ্যানেল ‘কর্ণিয়া’র জন্য। আর রবীন্দ্রসংগীত করেছি ‘মেঘ বলেছে যাব যাব’, যেটি রবীন্দ্রজয়ন্তীতে প্রকাশ পাবে। আগেও করেছিলাম ‘তুমি রবে নীরবে’।
আপনার চ্যানেলটি কবে চালু করেছিলেন? কতটি কনটেন্ট রয়েছে?
২০২০ সালে। এ পর্যন্ত ভ্লগ, কভার সং, মিউজিক ভিডিওসহ প্রায় ৬৫টি কনটেন্ট রয়েছে। গানের মধ্যে ম্যাক্সিমাম মৌলিক গান; বাকি কিছু কভার সং। রেসপন্স ভালো। আসলে প্রতি মাসে একটি করে প্রকাশ করার পরিকল্পনা। তবে মাঝে মাঝে একটু গ্যাপ হয়ে যায় স্টেজ শো আর গানের ব্যস্ততায়। তবে আমি এখন নিজের চ্যানেলের দিকে মনোযোগী বেশি। বাইরের গান কমই গাই।
ছবির গানে নেই কেন?
হয়তোবা আমি তেমন করে যোগ্য হইনি। আগেও কিছু গানে প্লেব্যাক করেছিলাম। তবে সেগুলো আসে নাই। যেমন পরীমণি অভিনীত একটি সিনেমায় আমি ও ইমরান গান করেছিলাম। পরে শুনলাম, সিনেমাটি আর হয়নি। এখন যেভাবে প্লেব্যাক হচ্ছে, সেভাবে চান্স পাইনি। ভবিষ্যতে কী হবে এখনো জানি না।
কর্ণিয়া রকস্টার নাকি পপস্টার?
আমি ভার্সেটাইল সিঙ্গার। এক সময় ইচ্ছা ছিল পপস্টার হওয়ার, সেটা হয়নি। কিছুসংখ্যক পপ গান করা হয়েছে, বাকিগুলো ফোক ও অন্য ঘরানার গান।
নতুন লুক ও গেটআপে দেখা যায়। গানের পাশাপাশি শিল্পীর নিজস্ব উপস্থাপন কতটা দরকারি?
খুবই দরকারি। অনেক বেশি রিসার্চ করতে হয় এখন। উপস্থাপনাটা গানের সঙ্গে এই সময়ে। অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ তাই দর্শক টেস্ট, ড্রেস, লুক, মেকআপ একটু ডিফারেন্ট করার চেষ্টা করি সর্বদা। দেশের বাইরে থেকেও আমি ভিন্ন ধরনের ড্রেস কালেক্ট করি। আমাকে তো স্ক্রিনে দেখছে সবাই। আমার পারফরম্যান্স, ড্রেসআপ, গেটআপ-সবার মাঝে অন্যরকম ভাইব ক্রিয়েট করব, তাই না? তাই আমি চেষ্টা করি, প্রতিনিয়ত নতুন গেটআপে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে।
সংসার জীবন কেমন চলছে?
আই অ্যাম ইনজয়িং। সুন্দর সময় পার করছি। আসলে আমরা দুজনে তো বেশির ভাগ সময় একসঙ্গেই থাকি। আমাদের টার্গেট এক ও অভিন্ন। এখন তো হাজব্যান্ড আর আমি স্টেজে পারফর্ম করি। ঢাকার বাইরে শো হলে দুজনে একসঙ্গে যাই, গান করি, ঘুরে বেড়াই। ভালোই তো লাগছে এই জীবনটা!