জয়াপ্রদা অভিনয় জগৎ থেকে রাজনীতিতে পা রেখেছেন অনেক আগেই। তখন থেকেই তাঁর রাজনৈতিক গুরু ছিল অমর সিং । এবার তাঁরা যোগ দিলেন রাষ্ট্রীয় লোকদলে। সমাজবাদী পার্টি থেকে বহিষ্কৃত তাঁরা। দল বিরোধী কাজ ও দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগ ছিল তাদের উপর ৷
২০১২ সালে লোক মঞ্চ গড়ে উত্তরপ্রদেশের ৩৬০টি আসনে লড়েন অমর সিং। কিন্তু সে সময় তাঁকে বিপুল ভোটে হারতে হয়। ২০০৮ সালে আস্থা ভোটে বিজেপি’র তিন সাংসদকে কেনার চেষ্টা করেছিলেন তিনি। এছাড়াও বিভিন্ন সময়ে নানা বিতর্কে তাঁর নাম জড়িয়েছে।
এবার অজিত সিংয়ের আরএলডি’তে যোগ দিতে চলেছেন এই বহিষ্কৃত সপা নেতা। আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে এবার জোট বেঁধে লড়বে আরএলডি।