বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল ছবি 'বেদের মেয়ে জোসনা'। ১৯৮৯ সালের ৯ জুন মুক্তি পেয়েছিল ছবিটি। মুক্তির পরপরই তুমুল জনপ্রিয় হয় এটি। বলা হয়ে থাকে এ ছবির ব্যবসায়িক সাফল্যকে এখনও কোনো ছবি টপকাতে পারেনি। ৪০ কোটিরও বেশি টাকা আয় করে ছবিটি। এ বছরের ৯ জুন ছবিটি মুক্তির ২৫ বছর পূর্ণ করলো।
'বেদের মেয়ে জোসনা' ছবিতে অভিনয় করেন অঞ্জু ঘোষ, ইলিয়াস কাঞ্চন, শওকত আকবর, রওশন জামিল, প্রবীর মিত্র, সুষমা, সাইফুদ্দিন, নাসির খান প্রমুখ।
ছবিটিতে মোট ১১টি গান ছিলো যার ১০টি গানই পরিচালক তোজাম্মেল হক বকুলের লেখা। গানগুলোর মধ্যে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠের 'বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে' এবং মুজিব পরদেশীর কণ্ঠে 'আমি বন্দি কারাগারে' গান দুটি আজও শ্রোতার মুখে মুখে ফেরে।