শাহরুখ খানের ছেলে আরিয়ান ও সুহানাকে খেলার মাঠে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে হরহামেশাই দেখা যায়। কিন্তু তার ছোট ছেলে আবরামের মুখদর্শন আজও পায়নি কেউ। তিনিও চান কনিষ্ঠ পুত্র প্রচারের আলোয় যেন না আসে। তাই বলে ছেলেকে ঘরে বন্দি করে রাখেননি তিনি।
বাবার ছবির দৃশ্যধারণ দেখতে সেটে হাজির হয়েছিল ক্ষুদে আবরাম। তাকে দেখেই কাজের চাপ পুরোপুরি ভুলে গেলেন শাহরুখ। ৪ সেপ্টেম্বর টুইটারে এক বার্তায় এমনটাই জানিয়েছেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। তিনি বলেন, ’১৬ ঘণ্টার কাজ শেষ হলো। আমার ছোট্ট আবরাম সেটে এসেছিলো। সমস্ত কাজের চাপ কমে গেলো। ও যেন সবসময়ই হাসিমুখে থাকে।’