টম ক্রুজ এবং জনি ডেপের মতো বিত্তবান তারকাদের পেছনে ঠেলে বিশ্বের সবচেয়ে ধনী তারকাদের তালিকায় দ্বিতীয় হয়েছিলেন শাহরুখ খান। এবার তিনি অর্জন করেছেন নতুন কৃতিত্ব। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে ভারতের সবচেয়ে ধনীদের তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি।
ভারতীয় ধনীদের তালিকায় ব্যবসায়ীদের রমরমা থাকলেও কিং খান শাহরুখই প্রথম চলচ্চিত্র তারকা যিনি এ তালিকায় ঠাঁই করে নিলেন।
ওয়েলথ-এক্স নামের একটি প্রতিষ্ঠান এ বছরের আগস্ট মাসে ভারতের সেরা পাঁচ ধনী ব্যক্তির একটি তালিকা করেছিল।
সেই প্রতিষ্ঠানটিরই তথ্য- শাহরুখের বিত্তের পরিমাণ ছয়শ ষাট মিলিয়ন মার্কিন ডলার বা তিন হাজার ছয়শ ষাট কোটি ভারতীয় রুপি। নিঃসন্দেহে এটা বিশাল অর্জন।