'চর্যাগান'র ডিভিডির প্রকাশনা
স্বপ্নদলের আয়োজনে গতকাল অধ্যাপক আলীম মাহমুদের 'চর্যাগান' শিরোনামের ডিভিডি সংকলনের প্রকাশনা হয়েছে। বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদের নির্দিষ্ট রাগ আশ্রয়ের সুরের মিশ্রণে ডিভিডির গানগুলো বিন্যাস করা হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে 'সহজিয়া- চর্যাগানের গ্রন্থিক দল' পরিবেশন করে চর্যাগান।
জয়নুল আবেদীনের জন্মশতবার্ষিকীতে 'ম্যাডোনা-৪৩'
শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশতবার্ষিকীতে আগামী ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে উদীচী শিল্পীগোষ্ঠী নির্মিত প্রামাণ্যচিত্র 'ম্যাডোনা-৪৩'। ১৯৪৩ সালের ভয়াল দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে জয়নুল আবেদীনের অাঁকা কিছু চিত্রকর্ম এবং তার ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে এ প্রামাণ্যচিত্র। উদীচীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগের উদ্যোগে নির্মিত প্রামাণ্যচিত্রটির ব্যাপ্তি ৩০ মিনিট। জয়নুলের জীবনী নয়, তার চিত্রকর্মই এ প্রামাণ্যচিত্রের মূল প্রতিপাদ্য বলে জানিয়েছেন 'ম্যাডোনা-৪৩'র গ্রন্থনা ও পরিকল্পনাকারী প্রদীপ ঘোষ।
ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল
ঢেঁকি প্রযোজনা সংস্থার আয়োজনে গতকাল বিকালে শুরু হয়েছে দুই দিনব্যাপী 'ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল-২০১৪'। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুই দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশ, নেপাল, ইরান, রাশিয়া ও জাপানের ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের 'আড়ালের মানুষ', এক্সচেঞ্জ' ও 'সিউইং ড্রিম', ইরানের 'একুরিয়াম', নেপালের 'আয়না (দ্য মিরর', রাশিয়ার 'ইভেনিং অন এ ফার্ম নিয়ার ডিকানকা' ও জাপানের 'জাপানিজ কালচার অ্যান্ড স্টাইল'।
উৎসবের শেষ দিন আজ প্রদর্শিত হবে বাংলাদেশের 'নরসুন্দর', 'এএম ৬.৩০', 'আদিত্য', 'প্রি-প্রোডাকশন্স' ও 'রানওয়ে', নেপালের 'চাউকাইত' ও ইরানের 'দ্য সাউন্ড অব বাটারফ্লাই উইং'।
৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব
আগামী ৮ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শেষ হচ্ছে আট দিনব্যাপী গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। গঙ্গা-যমুনা নাট্যোৎসব পর্ষদের আয়োজনে আট দিনব্যাপী এই নাট্যোৎসবে ১৬টি নাটক মঞ্চায়ন করা হবে। ভারতের তিনটি নাট্যদলসহ বাংলাদেশের ১৩টি নাট্যদল অংশগ্রহণ করেছে।
৮ সেপ্টেম্বর মঞ্চায়ন হবে 'প্রমিথিউস'
গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী আয়োজনে ৮ সেপ্টেম্বর মঞ্চায়ন হবে মহাকাল নাট্যসম্প্রদায়ের নাটক 'প্রমিথিউস'। গ্রিক লেখক স্কাইলাসের প্রমিথিউস বাউন্ড আশ্রয়ে নাটকটি রচনা করেছেন আনন জামান ও নির্দেশনায় রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মীর জাহিদ, শাহনেওয়াজ, পলি বিশ্বাস, ইমতু রাতিশ, জাহিদ কামাল দীপু, ফেরদৌস ইকরাম প্রমুখ।