রুহি আর রুহি নেই, হয়ে গেলেন মিসেস মনসুর। অর্থাৎ বিয়ে করলেন এই র্যাম্প মডেল ও অভিনেত্রী। বেশির ভাগ মডেল ও অভিনেত্রীরা বিয়ে নিয়ে লুকোচুরি করলেও রীতিমতো ঢাকঢোল পিটিয়ে বিয়ে করলেন দিলরুবা ইয়াসমিন রুহি। গতকাল শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবে সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক মনসুর আলীর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করলেন রুহি। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, মনসুর আলী আমার অনেক ভালো বন্ধু। দীর্ঘদিন একসঙ্গে পথ চলতে গিয়ে মনে হয়েছে আমার জন্য উপযুক্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে ৪ সেপ্টেম্বর উত্তরা ক্লাবে গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল গুলশান ক্লাবে অনুষ্ঠিত বিয়েতে প্রযোজক খোরশেদ আলম খসরু, পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক, ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া, উপস্থাপিকা ফারহানা নিশো, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পাসহ মিডিয়ার অনেককেই দেখা যায়।