কণ্ঠশিল্পী পড়শীর পছন্দের চিত্রনায়ক নায়ক সালমান শাহ। শৈশব থেকেই তিনি সালমান অভিনীত সিনেমার গানগুলো গাইতেন।আর এখনো এই গানগুলোর নিয়মিত চর্চা করেন। আজ সালমান শাহর ১৮ তম মৃত্যুবর্ষিকী। আর তাইতো এবার প্রিয় মানুষটিকে স্মরণ করে তাঁর অভিনীত সিনেমার ১৩টি জনপ্রিয় গান পরিবেশন করার সিদ্ধান্ত নিয়েছেন পড়শী। গানগুলোর মধ্যে রয়েছে-'ও সাথী রে', 'ও আমার বন্ধু গো', 'তুমি আমায় করতে সুখী জীবনে' প্রভৃতি।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে পড়শী লিখেছেন, "'তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনাই সয়েছ' আমার সবচেয়ে প্রিয় গান। শুধু গান নয়, এর সঙ্গে ছবিটির অভিনেতা সালমান শাহও আমার ভীষণ পছন্দের মানুষ।"
সদ্য গায়িকা থেকে নায়িকার খাতায় নাম লেখানো পড়শী জানালেন, "ছোট বেলা থেকেই আমি সালমানের দারুণ ভক্ত। তিনি অমর হয়ে থাকবেন আমাদের মাঝে। আমার অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।"
উল্লেখ্য, এসএটিভির 'গহীনের গান' অনুষ্ঠানে পড়শী তার পছন্দের অভিনেতার জনপ্রিয় গানগুলো গাইবেন । অনুষ্ঠানটি আজ রাত ১১টায় সরাসরি প্রচার হবে।