এবার আইটেম গানে নাচতে দেখা যাবে ২৪ বছরের টলি অভিনেত্রী নুসরত জাহানকে।
২০১১ এ রাজ চক্রবর্তী পরিচালিত ‘শত্রু’ ছবি দিয়ে টলিউডে আত্মপ্রকাশ নুসরতের। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন টলিপাড়ার অন্যতম ব্যস্ত নায়ক জিৎ। ‘খোকা ৪২০’, ‘সন্ধ্যা নামার আগে’ ছবিগুলোতে নুসরতের অভিনয় বেশ ভালই লেগেছিল দর্শকের।
ভারতীয় ছবির জনপ্রিয় রাজ চক্রবর্তীর আগামী ছবি ‘যোদ্ধা’র ‘দেশি ছোড়ি’ গানের তালে কোমর দোলাতে দেখা যাবে টলিউড সুন্দরী নুসরতকে।
এই ছবির মুখ্য ভূমিকায় থাকছেন টলিউডের সুপারস্টার দেব, মিমি চক্রবর্তী, নাইজেল আকারাকা। এই ছবিটি তেলেগু ছবি ‘মগাধিরার’র রিমেক।
২০১০ সালে ‘ফেয়ার ওয়ান মিস কলকাতা’ প্রতিযোগীতায় বিজয়ী হন আজকের টলিস্টার নুসরত। এরপরই রুপালি পর্দায় অভিনেত্রী হিসাবে কাজ করতে শুরু করেন তিনি। এবার অভিনয়ের পাশাপাশি আইটেম গানেও নিজেকে মেলে ধরবে নুসরত জাহান।