প্রথমবার একই ছবিতে গাইবেন কুমার বিশ্বজিৎ, হাবিব, হৃদয় খান, মিলন মাহমুদ ও পড়শী। ছবির নাম 'এক পৃথিবী প্রেম'। এটি পরিচালনা করবেন 'হৃদয়ের কথা' ও 'আকাশ ছোঁয়া ভালোবাসা'-খ্যাত চলচ্চিত্রকার এস এ হক অলিক।
ছবির ৬টি গানই লিখেছেন নির্মাতা। সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।
বিশ্বজিতের কণ্ঠের গানের কথা হচ্ছে- 'এত বড় পৃথিবীতে আমি বড় একা, কোথাও খুঁজে পাইনি আমার খোকা খুকুর দেখা', হাবিবের কণ্ঠে 'আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই, সকাল দুপুর রাত্রি বিকেল আকাশে তাকাই', হৃদয়ের কণ্ঠে 'কেগো তুমি রাজকন্যা কোথায় তোমার দেশ, তোমার পাশে আমায় দেখো লাগছে কেমন বেশ', [এই গানটি দ্বৈত, অন্য শিল্পী এখনো চূড়ান্ত হয়নি]। মিলন মাহমুদ ও পড়শীর কণ্ঠে 'চলো তুমি আমি আজ ভালোবাসি, এক পা দু পা করে স্বপ্নের ভেলায় চড়ে প্রেমের পৃথিবীটা ঘুরে আসি'।
নির্মাতা জানান, আরও দুই শিল্পী গাইবেন তবে কে তা এখনো চূড়ান্ত হয়নি।
প্রেম, পরিবার ও মানবিক সম্পর্কের বন্ধন ছবির গল্পে প্রধান ভূমিকা রাখবে। পাণ্ডুলিপি নির্মাতার। নায়ক-নায়িকা হিসেবে নতুন মুখ থাকবে ছবিতে। সিনিয়র শিল্পীর মধ্যে এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক, মাসুদ আলী খান, আফজাল শরীফ অভিনয় করবেন। পানকৌড়ি চলচ্চিত্রের ব্যানারে নির্মাণ হবে 'এক পৃথিবী প্রেম'।
নির্মাতা অলিক বলেন, আমার আগের 'হৃদয়ের কথা' এবং 'আকাশ ছোঁয়া ভালোবাসা' চলচ্চিত্র দুটির গান দর্শকশ্রোতার মন কেড়েছিল। এখনো গানগুলো মনে রেখেছে তারা। আর হাবিব ও ন্যান্সি আমার 'হৃদয়ের কথা' চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে বড় পর্দার গানে আসেন। তাই আমি চাইছি এই চলচ্চিত্রের গানগুলো আগের দুটো চলচ্চিত্রের গানকে ছাড়িয়ে যাক। তাই কথা, সুর আর শিল্পী নির্বাচনে খুবই পরিশ্রম করছি। আশা করছি আমার শ্রম বৃথা যাবে না। সব মিলিয়ে গল্প ও গানে সমৃদ্ধ হবে 'এক পৃথিবী প্রেম' চলচ্চিত্রটি। আমার আগের দুই ছবির মতো এটিও সব বয়স ও শ্রেণির দর্শক সাদরে গ্রহণ করবে এবং দীর্ঘদিন মনে রাখবে। এ কারণেই ২০০৮ সালে 'আকাশ ছোঁয়া ভালোবাসা' নির্মাণের পর দীর্ঘ সময় ব্যয় করেছি এই ছবির গল্প ও গান রচনায়।