অভিনয়ের ব্যস্ততা কেমন?
সম্প্রতি শহীদুজ্জামান সেলিম ভাইয়ের একটি নাটকের কাজ শেষ করলাম। নাটকটির নাম 'তোমাতে আমাতে'। লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এ নাটকে আমি দুটি চরিত্রে অভিনয় করেছি। একটি চরিত্রের নাম 'রাত্রি' আর অন্যটির নাম নিঝুম।
গল্পটি কী নিয়ে?
রাত্রি চরিত্রটি সাধারণ মেয়ে। যে হিজাব পরে ঘুরে বেড়ায়। আর অন্য চরিত্রটির নাম 'নিঝুম'। সে টমবয়। রাত্রির বিয়ে ঠিক হয় সূর্য নামের একটি ছেলের সঙ্গে। সূর্য চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। সূর্য হিজাব পরা মেয়ে রাত্রিকে পছন্দ করে না। সে পছন্দ করে নিঝুমকে। এমনি নানা মজার মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।
ঈদের জন্য কি আর কোনো নতুন নাটকে কাজ করছেন?
কিছু নতুন কাজের প্রস্তাব আসছে। ভালো গল্প পেলে অভিনয় করব। এ ছাড়া এই ঈদে রাজু খানের 'ভালোবাসা অতঃপর', সেতু আরিফের 'ঘুমতত্ত্ব' ও রাশেদ রাহার 'তেঁতুল তলার পরী' নাটকগুলো প্রচার হওয়ার কথা রয়েছে।
চলচ্চিত্রেও অভিনয় করছেন?
আগামী মাস থেকে আলভী আহমেদের পরিচালনায় নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করব। চলচ্চিত্রটির নাম 'ইউটার্ন'। গল্প আর চরিত্র ভালো না লাগলে আমি চলচ্চিত্রে অভিনয় করি না। আর আলভী আহমেদের সঙ্গে টিভিনাটকে কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি অনেক সুন্দরভাবে একটি গল্প ফুটিয়ে তুলতে পারেন। আশা করছি এই চলচ্চিত্রের কাজটাও ভালো হবে। আর এই চলচ্চিত্রের গল্পটি তিন নারীর জীবনের নানা টানাপড়েন নিয়ে। এবার দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবে।
অঞ্জন দত্তের 'মন বাকসো' চলচ্চিত্রে আপনার অভিনয় করার কথা ছিল। অঞ্জন দত্তের ছবিতে গার্লফ্রেন্ডের চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু বয়সের কারণে আমার আর অভিনয় করা হচ্ছে না। তবে অঞ্জন দত্তের মতো একজন গুণী মানুষের সঙ্গে আমার কাজ করার ইচ্ছা ছিল। আমি কখনোই চলচ্চিত্রে নিয়মিত হব না। কিন্তু ভালো কাজ পেলে ছাড়তে চাই না।