ষাট পেরিয়ে একষট্টি! অথচ এখনো কি সতেজ সবুজ আর প্রাণবন্ত! আমি শাইখ সিরাজের কথা বলছি। কৃষি এবং কৃষকবান্ধব শাইখ সিরাজ। আজ তার জন্মদিন। কৃষক এবং কৃষিও যে টিভির প্রতিদিনের ন্যাশনাল নিউজ আইটেম হতে পারে কিংবা হতে পারে প্রতিদিনের স্পেশাল নিউজ সিগমেন্ট তার প্রমাণ আমরা দেখেছি চ্যানেল আই এবং শাইখ সিরাজের কল্যাণে। শাইখ সিরাজের 'হৃদয়ে মাটি ও মানুষ' চ্যানেলটির অন্যতম দর্শকপ্রিয় অনুষ্ঠান। সম্প্রতি দর্শকের পছন্দের তালিকায় উঠে এসেছে শাইখ সিরাজের 'কৃষকের ঈদ আনন্দ' নামের অনুষ্ঠানটিও। শুধু যে গ্রামের সহজ-সরল সাধারণ মানুষ এই অনুষ্ঠানটি উপভোগ করে তা নয়, শহুরে, তথাকথিত আধুনিক মানুষ এমনকি প্রবাসী বাঙালিদেরও বিপুল আগ্রহ আমি লক্ষ্য করেছি এই অনুষ্ঠানটিকে ঘিরে। বাঙালির শেকড় গ্রাম এবং কৃষক পরিবারে প্রোথিত বলেই শাইখ সিরাজের কর্মকাণ্ড আজকের আধুনিক শিক্ষায় শিক্ষিত ধনাঢ্য উন্নাসিক বাঙালিকেও প্রবলভাবে টানে, পেছন পানে। সিরাজের সাফল্যের এটাও আরেকটা অনুচ্চারিত এবং অদৃশ্য অনুষঙ্গ। ভবিষ্যতের সমাজবিজ্ঞানীরা সিরাজের সাফল্যের এই দিকটাতে নিশ্চয়ই আলো ফেলবেন। জীবনের সিংহভাগ সময় তিনি ব্যয় করেছেন বাংলাদেশের কৃষি এবং কৃষকদের উন্নয়ন চিন্তা ও পরিকল্পনায়। কিন্তু এই পোড়ার দেশে স্বৈরশাসক এরশাদকে 'পল্লীবন্ধু' বলা হয়। অথচ আসল পল্লীবন্ধু আমাদের শাইখ সিরাজ। ষাট পেরিয়ে একষট্টিতে পা রাখা শাইখ সিরাজকে আটলান্টিকের এপার থেকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। শাইখ সিরাজ, জয় হোক আপনার। আপনি জয়ী হলে জয় হবে আমাদের কৃষি এবং কৃষকের। সরাসরি মাটির সঙ্গে সম্পৃক্ত মানুষের সঙ্গেই আপনার সম্পৃক্ততা। মাটি সংশ্লিষ্ট মানুষদের দুঃখ ও কষ্ট লাঘবে আপনার কর্মপ্রচেষ্টা অব্যাহত থাকুক।
লেখক : ছড়াকার ও শিশুসাহিত্যিক