আবারও মামলা করা হলো মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধে। অভিযোগ ভারতের জাতীয় পতাকা অসম্মান করা। আদালতের নির্দেশে হায়দ্রাবাদ পুলিশ তার বিরুদ্ধে মামলাটি করে।
নিজের নতুন সিনেমা 'ডার্টি পলিটিক্স'র পোস্টারে ভারতের জাতীয় পতাকার অবমাননা করেছেন মল্লিকা শেরাওয়াত- এমন অভিযোগ করে দুই সাধারণ নাগরিক আদালতে একটি পিটিশন করেন, যার ভিত্তিতে মামলাটি করা হলো। তেলেঙ্গানা রাজ্যে মল্লিকার বিরুদ্ধে দায়ের করা এটি দ্বিতীয় মামলা। গত মাসে করিমনগর থানায় একই অভিযোগে আরেকটি মামলা হয়। গত সপ্তাহে হায়দ্রাবাদ হাইকোর্ট মল্লিকা শেরাওয়াত এবং কেন্দ্রীয় সরকারকে নোটিস পাঠান। নোটিসে বলা হয়, 'ডার্টি পলিটিক্স' সিনেমাটির পোস্টার আর ব্যবহার করা যাবে না।
'ডার্টি পলিটিক্স'র পোস্টারে দেখা যায়, গায়ে কেবল ভারতীয় পতাকার তিনটি রং সংবলিত একটি কাপড় জড়িয়ে মার্সিডিজ গাড়ির ওপর বসে আছেন মল্লিকা। সিনেমাটি ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।