চিত্রনায়িকা মৌসুমী এবার আইটেম গার্ল হলেন। তাকে এ রূপে দেখা যাবে মুশফিকুর রহমান গুলজারের 'মন জানে না মনের ঠিকানা' চলচ্চিত্রে। আসলে চলচ্চিত্রটির মূল চরিত্রেই অভিনয় করছেন মৌসুমী। এতে তিনি একজন আইনজীবী। অপরাধীকে কোনোভাবেই বাগে আনতে পারছেন না তিনি। অপরাধ প্রমাণে যখন হিমশিম খাচ্ছিলেন তখনই তার মাথায় এলো এক নতুন বুদ্ধি। ছদ্মবেশে অপরাধীর আস্তানায় যেতে হবে, কৌশলে ধরতে হবে তাকে। ছদ্মবেশ ধারণ করতেই আইটেম গার্ল সাজতে হলো মৌসুমীকে। পরলেন রগরগে পোশাক। এফডিসির তিন নম্বর ফ্লোরে তৈরি হলো অপরাধীর আস্তানা। আর এখানে একদল সহশিল্পী নিয়ে নাচলেন-গাইলেন আইটেম গার্ল মৌসুমী।