আজ ৭০ বছর পূর্ণ হলো অভিনেতা আবুল হায়াতের। ১৯৪৪ সালের আজকের দিনে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে 'ইডিপাস' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় শুরু। তিনি বহু বছর ধরে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। এ পর্যন্ত পাঁচ শতাধিক নাটকে তিনি অভিনয় করেছেন।
প্রখ্যাত এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি এবং পরিচালনা করছেন।
আবুল হায়াতের জন্মদিনে আজ সন্ধ্যা ৬টায় ছায়ানট ভবনে জমকালো অনুষ্ঠান রয়েছে। আয়োজন করেছে নাগরিক নাট্যসম্প্রদায়, চারুণীড়ম, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন এবং ডিরেক্টরস গিল্ড।