তিশাকে রোমান্টিক নাটকের অভিনেত্রী হিসেবেই সবাই চেনে। তার হাতে ফুল দেখেছে এতদিন দর্শক। সেই তিশার হাতে পিস্তল! ক্ষুব্ধ হয়ে পিস্তল তাক করতেই এভাবে ক্যামেরাবন্দী হন তিশা। কিন্তু তিনি মানুষ খুন করবেন? বিরাট চিন্তার বিষয়! থাক, শুধু শুধু চিন্তা করে মাথার চুল ফেলবেন না। ঘটনাটি বাস্তবের নয়, পর্দার। সম্প্রতি তিশা মারকুটে একটি চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম বিজলী। সে বস্তির একজন সন্ত্রাসী। কথায় কথায় ঠুস-ঠাস করে। তার ভয়ে থরথর করে কাঁপে অনেকে। আর এ ঘটনাগুলো দেখা যাবে 'বিজলী' শিরোনামের ধারাবাহিক নাটকে। সুমন আনোয়ারের পরিচালনায় এ ধারাবাহিকটি আগামীকাল থেকে প্রতি সোম ও বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে।