শাকিরার গানের শেকড় কোথায়? উত্তরটা জানতে হলে তার আগামী সুগন্ধির নাম দেখে নিন। এর নাম রাখা হয়েছে ‘রক’। যেসব গান শুনে ছোটবেলা থেকে তিনি বেড়ে উঠেছেন, এই সুগন্ধি সেইসব স্বাদের সংগীতের অনুপ্রেরণায় তৈরি হয়েছে।
এর আগে অারো তিনটি সুগন্ধি বাজারে ছেড়েছেন ৩৭ বছর বয়সী শাকিরা। ‘রক’ হচ্ছে চার নম্বর। ইলেকট্রিক গিটারের আদলে একটি সোনার বোতলে পাওয়া যাবে সুগন্ধিটি।
শাকিরা আশা করছেন, তার গান যেভাবে শ্রোতাদের আন্দোলিত করে, নতুন সুগন্ধিতে খানিকটা সেই রেশ থাকছে। টুইটারে এক বার্তায় কলম্বিয়ান এই পপতারকা লিখেছেন, ‘রক শিগগিরই বাজারে আসছে।’
শাকিরা কয়েকদিন আগে জানিয়েছেন যে, তিনি আবার মা হতে যাচ্ছেন। ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন তিনি। তাদের এক ছেলে রয়েছে।