নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। কাজ কী শেষ?
প্রথম লটের কাজ শেষ করেছি 'দি ভিলেজ ইঞ্জিনিয়ার' নাটকের। এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। গল্প লিখেছেন মাসুম রেজা। সাত বছর পর তার লেখা গল্প নিয়ে আমি ধারাবাহিক নাটক নির্মাণ করেছি। অন্য আরেকটি নাটকের নাম হচ্ছে 'খড়কুটো'। এটি রচনা করেছেন কাজী শাহেদুল ইসলাম।
মোশাররফ করিম মুখ্য চরিত্রে কেন?
বাংলাদেশে মোশাররফ করিম একজনই। তার অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমরা দুজন প্রায় এক যুগ ধরে একসঙ্গে কাজ করে আসছি। যে কারণে আমাদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক এবং মোশাররফের মধ্যে যে অভিনয় দক্ষতা তা নাটকের চরিত্র চিত্রায়ণের ক্ষেত্রে দারুণভাবে সহযোগিতা করে। বহু বছর পর মাসুম রেজার রচনায় ধারাবাহিক নির্মাণ করছি। আমার বিশ্বাস মাসুম রেজার লেখা সুচিন্তিত, সুলিখিত গল্প 'দি ভিলেজ ইঞ্জিনিয়ার' আবারও দর্শকের অনেক ভালো লাগার মতো একটি নাটক হবে।
এর আগেও মোশাররফ করিমকে নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন?
মোশাররফ করিম এর আগে আমার নির্দেশনায় ধারাবাহিক নাটক 'ভবের হাট', 'সাকিন সারিসুরি', 'হাড়কিপ্টে', 'ঘরকুটুম' ও 'কবুলিয়তনামা'তে অভিনয় করেছিলেন। এ ছাড়া বহু খণ্ড নাটকেও তিনি অভিনয় করেছেন। আমাদের দুজনের মধ্যে কাজের সমন্বয়টা সব সময়ই খুব ভালো ছিল এবং আছে।
'খড়কুটো' নাটক নিয়ে কিছু বলুন।
নারীদের ভাসমান জীবন নিয়েই মূলত এই নাটকের গল্প আবর্তিত। যেমন জন্মের পর একজন মেয়ে বাবা-মার শাসনে বেড়ে ওঠে। তারপর বিয়ে হলে স্বামীর শাসনে থাকে। তার ইচ্ছা-অনিচ্ছার কোনোই মূল্য থাকে না। আবার যখন ছেলেমেয়েদের পরিবারে যায় তখন আবার অন্যরকমভাবে চলতে হয়। সব মিলিয়ে দেখা যায় নারীদের জীবন 'খড়কুটো'র মতোই ভাসমান। তো পুরো দেশে নারীদের অবস্থান সিরিজ কমেডির মধ্য দিয়ে তুলে ধরতে চাই।
'জনম জনমে'র কী খবর?
ভেবেছিলাম মার্চ মাসেই 'জনম জনমে' চলচ্চিত্রের শুটিং শুরু করতে পারব। কিন্তু নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজ হাতে নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তাই আসছে সেপ্টেম্বরে শুরু করব।
দীর্ঘদিন বিজ্ঞাপন নির্মাণে আপনাকে দেখা যাচ্ছে না। কেন?
আসলে বিজ্ঞাপন নির্মাণ করা আমার বিষয় নয়। আমি মূলত নাটকের মানুষ। একজন পরিচালক হিসেবে আমার সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের মানুষের জন্য কিছু করতে পারাটা নাটকের দ্বারাই সম্ভব। চলচ্চিত্র দিয়েও তা সম্ভব। কিন্তু কোনোভাবেই বিজ্ঞাপন দিয়ে সমাজের মানুষের জন্য কিছু করা সম্ভব নয়।
আলী আফতাব