কেমন আছেন?
আল্লাহ অনেক ভালো রেখেছে। আমার ছেলে অভিরুপ ও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি।
কাজের ব্যস্ততা কেমন?
বর্তমানে ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছি। বিভিন্ন টিভি চ্যানেলে আমার বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। তার মধ্যে রয়েছে দিবানিশি, কাদামাটির মানুষেরা, মন পুতুলেন বায়োস্কপ, হাসি খুশি ডট কম, ওয়ারিশ, ভালোবাসার সাত রং ইত্যাদি। এ ছাড়া আরও কিছু নাটকে কাজ করার কথা চলছে।
বিশেষ কোনো নাটকে কাজ করেছেন সম্প্রতি?
মাতিয়া বানু শুকু আপার একটি নাটকে অভিনয় করেছিলাম কিছু দিন আগে। নাটকটির নাম 'বিনি সুতার মালা'। এটি পরিচালনা করেছেন রাজু খান। নাটকটি ৮ মার্চ বিকাল ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে। নাটকের গল্পটি আমার অনেক ভালো লেগেছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।
মাঝে কয়েক মাস অভিনয়ের সঙ্গে ছিলেন না, এখন যখন আবার অভিনয় শুরু করেছেন- কেমন লাগছে?
আমি কয়েক মাস হয়তো অভিনয় থেকে দূরে ছিলাম। কিন্তু আমার কাছের কিছু মানুষ সবসময় যোগাযোগ করেছেন। সাংবাদিক-অনেক নাটকের পরিচালক সবসময় আমার খোঁজ নিয়েছেন। আমার কখনো মনে হয়নি আমি এ কয়েক মাস অভিনয় থেকে দূরে ছিলাম ।
সংসার কেমন চলছে?
ভালো চলছে। আমার কাছে জীবনটা হচ্ছে একটি ক্যানভাস। ওই ক্যানভাসে আমি রং তুলি দিয়ে জীবনের ছবি অাঁকি। জীবন আমাকে যখন যে ভাবে চেয়েছে আমি সেই রংয়েই আমার জীবনকে রাঙিয়েছি।
আপনার ফোনের ওয়েলকাম টিউনে যে গানটি বাজে, সেটি কি আপনার কণ্ঠ?
হ্যাঁ, ওটা আমার কণ্ঠ। গত বছর পহেলা বৈশাখে এই অ্যালবামটি প্রকাশ হয়েছিল। অ্যালবামটির নাম ছিল 'উদাহরণ'। আমার একটি ইচ্ছা আছে। অভিনয়ের পাশাপাশি একটি গানের অ্যালবাম করব।
* আলী আফতাব