সোয়াইন ফ্লু আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রবিবারই এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজকোট থেকে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার অসুস্থ হয়ে গুজরাটের রাজকোটের স্টার্লিং হাসপাতালে ভর্তি হন ২৯ বছর বয়সী এই নায়িকা। তার রক্ত পরীক্ষায় সোয়াইন ফ্লুর ভাইরাস ধরা পড়ে। গতকাল রবিবার সোনমের মা সুনীতা রাজকোট পৌঁছে ওইদিনই তাকে মুম্বাই নেওয়ার ব্যবস্থা করেন বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর কমল পারিখ।
শুটিংয়ের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অনিল কাপুরের মেয়েটি। পরে রক্ত পরীক্ষায় তার সোয়াইন ফ্লু ধরা পড়ে। 'প্রেম রতন ধন পায়ো' ছবির শুটিংয়ে এ ঘটনা ঘটে। রাজকোটের জেলা কর্মকর্তা মনীষা চন্দ্র জানিয়েছেন, সম্ভবত মুম্বাইয়ে তার ফিজিক্যাল ট্রেনারের থেকে সোয়াইন ফ্লু-র জীবাণু সোনমের শরীরে সংক্রামিত হয়েছে। এখানে আসার পর থেকেই সোয়াইন ফ্লু-র লক্ষণ দেখা যায় তার মধ্যে।
বিডি-প্রতিদিন/০২ মার্চ ২০১৫/ এস আহমেদ