বলিউড সুপাস্টার শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ মানে রূপালী পর্দায় তার ক্যারিয়ার লম্বা। প্রত্যেকের পেরেছেন আকাশ ছুঁতে। সে 'রব নে বনা দি জোড়ি'-র আনুশ্কা শর্মাই হোন বা 'ওম শান্তি ওম'-এর দীপিকা পাদুকোন। তাদের দেখানো পথে হেঁটেই এবার শাহরুখের ছত্র ছায়ায় থেকে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন শচিন কন্যা।
না, ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের কন্যার কথা হচ্ছে না এখানে। কথা হচ্ছে অভিনেতা শচীন পিলগাঁওকর এবং সুপ্রিয়া পিলগাঁওকারের মেয়ে শ্রিয়ার কথা। একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শাহরুখ খানের পরবর্তী ছবি 'ফ্যান'-এ শাহরুখের পাশে দেখা যাবে শ্রিয়াকে। বর্তমানে দিল্লিতে ছবির শুটিংয়ে রয়েছেন দু'জনেই। তবে ঠিক কোন ভূমিকায় দেখা যাবে শ্রিয়াকে তা এখনও পরিষ্কার নয়। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শ্রিয়াকে।
বিডি-প্রতিদিন/০২ মার্চ, ২০১৫/মাহবুব