শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। মুক্তির আগেই মিডিয়াজুড়ে আলোচনায় ছিল এ ছবিটি। কারণ এর মাধ্যমেই রূপালী জগতে আবির্ভাব ঘটেছে নায়িকা পরীমণির। গত চারদিনে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের খবর নিয়ে জানা গেছে ছবিটি যে প্রত্যাশা করেছিল তা পূরণ হয়েছে। অর্থাত্ ছবিটি এখন ব্যবসা সফল হওয়ার পথে।
ইতোমধ্যে ছবিটির অভিনেতা জায়েদ খান ও আনিসুর রহমান মিলন রাজধানীর বেশ কয়েকটি প্রেক্ষাগৃহের দর্শক সারিতে ছবিটি দেখেছেন। কিন্তু শাকিব খানের বিপরীতে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় প্রেক্ষাগৃহে যেতে পারেননি পরীমণি। গতরাতে তিনি ঢাকায় ফিরেছেন।
জানা গেছে, আজ বিকেলে রাজধানীর 'মধুমিতা' সিনেমা হলে দর্শকদের সঙ্গে ছবিটি দেখবেন পরীমণি। সরাসরি বোঝার চেষ্টা করবেন তার প্রতি দর্শদের গ্রহণযোগ্যতা।
'ভালোবাসা সীমাহীন' ছবিতে পরীমণি, জায়েদ খান ও আনিসুর রহমান মিলনের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।
শুধু দর্শক নয়, চলচ্চিত্র বোদ্ধারাও কেউ কেউ এ ছবি নিয়ে মুখ খুলেছেন। তাদের মতে, সব মিলিয়ে ছবিটি ভালো হয়েছে। তাছাড়া প্রথম ছবি হওয়াতে পরীমণির দিকে নজর ছিল বেশি। সে প্রত্যাশা পূরণ করতে পেরেছেন তিনি। এমনটাই জানিয়েছেন প্রেক্ষাগৃহ ফেরত অনেক দর্শক ও চলচ্চিত্রবোদ্ধা।
বিডি-প্রতিদিন/ ০৩ মার্চ, ২০১৫/ রশিদা