কারিনার ক্যারিয়ারের সফলতা বর্ণনা করার প্রয়োজন নেই। কিন্তু বর্তমানে তার ক্যারিয়ার অনেকটাই পড়তির দিকে। পড়তি ক্যারিয়ার বাঁচাতে বেশ মরিয়া হয়ে উঠেছেন কারিনা। নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন। শিডিউল মতো শুটিং স্পটে গিয়ে হাজির হচ্ছেন। নিয়মিত যোগাযোগ রাখছেন সবার সঙ্গে। এদিকে সবেধন নীলমণি হয়ে এখন কারিনার ক্যারিয়ারে ধরা দিয়েছে 'বাজরাঙ্গি ভাইজান' ছবিটি। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। ছবিটি চলতি বছরের শেষের দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে। অবাক করার বিষয় হলো, এর বাইরে কারিনার হাতে আপাতত কোনো ছবি নেই। তার কাছে এখন বেশির ভাগ প্রস্তাব আসছে অতিথি চরিত্রে অভিনয়ের। সেদিক থেকে কারিনা নিজেও জানেন 'বাজরাঙ্গি ভাইজান' তার ক্যারিয়ারের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। আর সে কারণেই ছবিটির শুটিং খুব মনোযোগ দিয়ে করছেন কারিনা। সালমান খানও সন্তুষ্ট কারিনার বদলে যাওয়া আচরণে। শুধু তাই নয়, কারিনা এরই মধ্যে নিজের বাসায় একটি পার্টির আয়োজন করেছেন 'বাজরাঙ্গি ভাইজান'র জন্য। এখানে সালমানসহ আমন্ত্রিত হয়ে এসেছিলেন ছবি সংশ্লিষ্টরা।