মুক্তি পাচ্ছে আরেকটি হিন্দি ছবি। শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার মুভি 'ডন টু' মুক্তি পাবে ৬ মার্চ। ছবিটি পরিচালনা করেছেন ফারহান আক্তার। অ্যাকশনধর্মী গল্পের এ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন- প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্ত, কুনাল কাপুর, ওমপুরি, বোমান ইরানিসহ অনেকে।
আশির দশকে বলিউডে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন অভিনীত সুপারহিট 'ডন' ছবিটি প্রথম রিমেক করা হয় ২০০৮ সালে। এতে অমিতাভের চরিত্রটি রূপায়ণ করেন শাহরুখ খান। এই ছবিটি ব্যবসা সফল হলে 'ডন টু' অর্থাৎ 'ডন' এর সিক্যুয়েল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
২০১১ সালের ২৩ ডিসেম্বর ভারতে মুক্তি পায় 'ডন টু'। ১৪৪ মিনিটের এই ছবিটি নির্মাণে ব্যয় হয় ১২ মিলিয়ন মার্কিন ডলার। আর শুধু ভারতেই ছবিটি আয় করে ৩২ মিলিয়ন মার্কিন ডলার।
'ডন টু' মুক্তি পাবে ঢাকার স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দীন জানান 'ডন টু' মুক্তির জন্য আগেই তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু পরে একই দিনে নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও বাপ্পারাজ পরিচালিত 'কার্তুজ' ছবিটি মুক্তির তারিখ ঠিক হওয়ায় নায়করাজ রাজ্জাকের প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ 'ডন টু' শুধু রাজধানীর দুটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে। ১৩ মার্চ সারা দেশে মুক্তি দেওয়া হবে ছবিটি।
এর আগে গত ডিসেম্বরে মুক্তি পায় সালমান খান অভিনীত ও প্রভু দেবা পরিচালিত হিন্দি ছবি 'ওয়ানটেড'।
মধুমিতা সিনেমার কর্ণধার নওশাদ উফতেখারের ইন উইন এন্টারপ্রাইজ চারটি হিন্দি ছবি আমদানি করে। অন্য দুটি 'তারে জামিন পার' এবং 'থ্রি ইডিয়টস' শিগগিরই মুক্তি পাবে।