নির্মাতা হিসেবে অভিষেক ঘটছে অভিনেতা বাপ্পারাজের। ৬ মার্চ মুক্তি পাচ্ছে তার প্রথম পরিচালিত ছবি 'কার্তুজ'। কার্তুজে রয়েছে সমসাময়িক গল্প ও আধুনিক প্রযুক্তিনির্ভর নির্মাণ। গল্পে পরিবার, প্রেম, সামাজিক সংঘাত, পারিবারিক দ্বন্দ্ব, শ্রুতিমধুর গান, অ্যাকশন, কৌতুক সবই থাকছে। এক কথায় পরিপূর্ণ বিনোদনের ছবি 'কার্তুজ'। বাপ্পারাজ বলেন, পরম মমতায় দর্শক পছন্দ উপযোগী করে ছবিটি নির্মাণ করেছি। কোনো বিষয়ে কম্প্রোমাইজ করিনি। আশা করি দর্শক আমার প্রথম নির্মাণ সাদরে গ্রহণ করবে এবং আমার পরিশ্রম সার্থক হবে। আগামীতে দর্শকদের আরও উন্নত চলচ্চিত্র উপহার দেব। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাবা চাইছিলেন নির্মাণে আসি। আমারও ইচ্ছা ছিল। কিন্তু চলচ্চিত্রশিল্পের অবস্থা ভালো না থাকায় বিলম্ব হলো। নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও রাজলক্ষ্মী টেলিফিল্ম পরিবেশিত 'কার্তুজ' ছবির প্রধান অভিনয় শিল্পীরা হলেন নায়করাজ রাজ্জাক, প্রয়াত চাষী নজরুল ইসলাম, সম্রাট, নিপুণ, সোহান খান, ফারজানা রিক্তাসহ অনেকে। ছবিটি দেশের ৬০টিরও অধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে।