যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি ট্রাস্টের আয়োজনে ব্রিটিশ বাংলাদেশি ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রুনা লায়লা। আগামী ৩১ মার্চ যুক্তরাজ্যের বার্মিংহামের রয়্যাল সুইটে বসবে এ আসর। অনুষ্ঠানে গান গেয়ে শোনাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই কণ্ঠশিল্পী। জানা গেছে, এবার ব্রিটিশ বাংলাদেশি ইয়াং ট্যালেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন সিলেটের গীতিকার-সুরকার রানা শেখ। যুক্তরাজ্য সফর প্রসঙ্গে রুনা লায়লা জানান, 'লন্ডনে আমার মেয়ে তানি থাকে। ইয়াং ট্যালেন্ট অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি মেয়ে আর দুই নাতিকে দেখে আসব। তাই কাজের সঙ্গে বেড়ানো হবে।'