তিনিই যে সর্বকালের সফলতম মিস ওয়ার্ল্ড সে কথা আবারও মনে করিয়ে দিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। শত সমালোচনার জবাব দিয়ে তিনি আবারও ফিরে এলেন স্বমহিমায়।
ঐশ্বরিয়া ভোগ ম্যাগাজিনের কভারে কামব্যাক করে চমকে দিলেন সবাইকে। কভার ফটোতে অ্যাশকে দেখা যাচ্ছে টমি হিলফিগারের ফারের ভেস্ট, সেন্ট লরেন্ট ব্লাউজ ও গুচ্চি জিন্সে। লুক সম্পূর্ণ করেছে চুলের লক।
ম্যাগাজিনের পুরো ফটোশুটেই রয়েছে একই চুলের স্টাইল। ছবি দেখে মনে হয় এ যেন ২০ বছর আগের সেই মিস ওয়ার্ল্ড।
বিডি-প্রতিদিন/ ০৪ মার্চ ১৫/ সালাহ উদ্দীন