পাঁচ বছর পর আজ মঞ্চ-অভিনয়ে ফিরছেন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। মঞ্চনাটক 'খনা'তে অভিনয়ের মধ্য দিয়ে আবারও মঞ্চে ফিরছেন তিনি। নাটকটি রচনা করেছেন লুৎফা নিত্রা এবং নির্দেশনা দিচ্ছেন মোহাম্মদ আলী হায়দার। এরই মধ্যে নাটকটির ৪৯তম মঞ্চায়ন হয়েছে। ৫০তম প্রদর্শনীতে অভিনয় করবেন মৌ। সর্বশেষ পাঁচ বছর আগে খনা'র দশম মঞ্চায়নে অভিনয় করেছিলেন তাহমিনা সুলতানা মৌ। নাটকটিতে শুধু অভিনয়ই করছেন না, নাটকের কস্টিউম ডিজাইনও করেছেন তিনি। দীর্ঘ পাঁচ বছর পর মঞ্চে ফেরা নিয়ে মৌ বলেন, 'পাঁচ বছর পর মঞ্চে ফিরছি, মনের ভিতর ভীষণ ভালোলাগা তো আছেই, আবার কিছুটা ভয়ও করছে। তবে আমি আত্দবিশ্বাসী যে, আমি ঠিক আগের মতোই ভালোভাবে আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। আশা করি, দর্শকদেরও ভালোলাগবে।' মৌ আরও জানান, খনার ৫০তম মঞ্চায়নে থাকবে বেশ নতুনত্ব ও কিছু চমক। সেই সঙ্গে মৌকে সম্মাননা পদকও দেওয়া হবে। বটতলার তৃতীয় প্রযোজনা হচ্ছে খনা।